দ্রুত হিন্দি ভাষা শেখার সহজ উপায়২০২২// Learn Hindi Language

দ্রুত হিন্দি ভাষা শেখার সহজ উপায়২০২২// Learn Hindi Language

 আসসালামু আলাইকুম। আমরা কেবল আমাদের ব্যবহৃত মাতৃভাষা শিখি। অন্য কোনো ভাষা শিখতে চাইনা, আবার অনেকে আছেন। অপরিচিত ভাষা শিক্ষা নেওয়াটা, অনেক কঠিন ব্যাপার মনে করে ভাষা শিখতে চাইনা। তবে অনন্য দেশে যাওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই মাতৃভাষার পাশাপাশি সেই দেশের ভাষা জানা জরুরি। 


আজকে আমাদের পরিচিত ইন্ডিয়ার মাতৃভাষা সম্পর্কে আলোচনা করবো। জানবো হিন্দি ভাষা শেখার সহজ উপায় নিয়ে। ভারত জনসংখ্যার দিক দিয়ে বড় একটি রাষ্ট্র। আর জনসাধারণের ভাষা হিন্দি। আমরা সবাই মোটামুটি ভারত সম্পর্কে জানি তাই আর আমি তেমন বিস্তারিত বলছি না। 


হিন্দি ভাষা শেখা কেনো জরুরি?

ভারত যেহেতু বড় একটি রাষ্ট্র তাই আমাদের দেশের অনেকের ইচ্ছে থাকে। ভারতে চাকরি বাকরি করার অথবা বিজনেস করার। আপনার যদি এমন প্ল্যান থাকে। এবং আপনার পরিকল্পনা যদি সাকসেস করতে চান তবে অবশ্যই হিন্দি ভাষা শিখতে হবে।

আরো পড়ুন 

ইংরেজি বানান শেখার সহজ উপায় 


 হিন্দি ভাষা শেখা আপনি সেরা একটি স্কিলও ভেবে লার্নিং করতে পারেন। এই স্কিল অর্জন করলে আপনার ফিউচার ভবিষ্যতে দারুন হবে। তাছাড়াও সেখানকার মানুষ আমাদের মত সবাই বাংলা পারে না। তাদের সাথে কথা বলতে চাইলে অবশ্যই হিন্দি ভাষা জানতে হবে। তবে ভারতের অনেকেই আছেন বাংলা বুঝেন। সো এটিকে আপনার লাইফের সেরা একটি স্কিল ভেবে লার্নিং করুন। 


১. হিন্দি বর্ণমালা

আমাদের মাতৃভাষায় রয়েছে নির্দিষ্ট বর্ণমালা। এই বর্ণমালা মিল করে ওয়ার্ড তৈরি করতে হয়। ঠিক তেমনি হিন্দি ভাষাতেও আছে নির্দিষ্ট কিছু হিন্দি বর্ণমালা। যেই বর্ণমালা গুলো শিখলে আপনি হিন্দিতে লিখতে, পড়তে এবং বলতেও পারবেন। 


তাই হিন্দি ভাষা শিখতে চাইলে প্রথমে আপনাকে বর্ণমালা আয়ত্ত করতে হবে। তবেই আপনি হিন্দি ভাষা শিখতে পারবেন। কারন একটি ভাষার মেইন কেন্দ্রবিন্দু বর্ণমালা। সেই বর্ণমালা দিয়েই তৈরি করতে হয় শব্দ। আর আপনি বেশি বেশি শব্দ তৈরি করতে পারলে। হিন্দি ভাষায় কথাও বলতে পারবেন। তাই প্রথমে আপনাকে বর্ণমালার প্রতি নজর দিতে হবে। 


২. ট্রেনিং সেন্টার 

ট্রেনিং সেন্টারের সাহায্য নিয়ে হিন্দি ভাষা আপনার আয়ত্তে আনতে পারেন। আমাদের দেশে অনেক ট্রেনিং সেন্টার রয়েছে যারা ব্যাসিক থেকে একবারে এ্যাডবান্স, পর্যন্ত ভাষা শেখায়। শুধু হিন্দি ভাষা নয় পৃথিবীর অনেক দেশের ভাষা। শিখতে পারবেন ট্রেনিং সেন্টারের মাধ্যমে।


 ট্রেনিং সেন্টার গুলো নির্দিষ্ট কিছু টাইমের মধ্যে কোর্স করিয়ে থাকে। আপনার যদি এ্যাডবান্স কোর্স করার ইচ্ছে থাকে। তাহলে বাড়িতে বসেই শিখতে পারবেন। ট্রেনিং সেন্টার গুলোতে এখন আর যেতে হয় না তারা অনলাইনেও কোর্স করাই। 


৩. হিন্দি ভাষা শিক্ষা বই 

আমাদের লাইব্রেরি গুলোতে হিন্দি ভাষা শিক্ষা বই পাওয়া যায়। যে বই গুলোর সাহায্যে ভাষাটি শিখতে পারেন অনেক দ্রুত। হিন্দি ভাষা শেখার বা অনন্য ভাষা শেখার বই গুলো। একদম জিরো থেকে সাজানো থাকে। লেখকের মুল উদ্দেশ্য থাকে যেনো বইগুলো পড়ে পাঠকেরা ভাষা দ্রুত শিখতে পারে। 


তাই লেখক বর্ণমালা থেকে শুরু করে যা প্রয়োজন ভাষাটি শেখার জন্য। সব কিছু উল্লেখ করে ভাষা শেখার বইয়ে। আপনি অনেক হিন্দি ভাষা শেখার সহজ উপায় বই পেয়ে যাবেন। সেগুলো পড়ে হিন্দি ভাষা সহজ শিখতে পারেন। বইগুলো পাবেন আপনাদের এলাকার লাইব্রেরি গুলোতেই। 


৪. ভাষা লার্নিং চ্যানেল 

আপনি যদি ফ্রীতে হিন্দি ভাষা শিখতে চান। তবে আপনার জন্য সেরা হবে ভাষা লার্নিং চ্যানেল। ইউটিউবে অনেক চ্যানেল পাবেন যারা ফ্রী ভাষা শিক্ষা দান করেন। শুধু ইংরেজি নয় যেকোনো ভাষা শেখার ইউটিউব চ্যানেল পাবেন একটু সার্চ করলেই।


 হিন্দি ভাষা শেখাই এমন কিছু চ্যানেল সাবস্ক্রাইব করে। সেই চ্যানেল গুলোর হিন্দি ভাষা শেখার প্লেলিস্ট গুলো দেখবেন। তাহলেই আপনার ভাষা শেখা হয়ে যাবে। ইউটিউবে অনেক প্লেলিস্ট পাওয়া যায় যারা স্টেপ বাই স্টেপ ভাষা শেখায়। 



৫. হিন্দি ডায়লগ 

হিন্দি ভাষা শেখার ক্ষেত্রে এই পদ্ধতি ভালো। তবে একটু কঠিন। চোখ বন্ধ করে একদিক থেকে সব গুলো ডায়লগ শেখা যাবে না। কারন প্রচুর ডায়লগ পাবেন একটি ভাষায় যা শিখে শেষ করা যাবে না। 


যেই ডায়লগ গুলো রেগুলার ব্যবহৃত হয়। শুধু ঐগুলো ডায়লগই শিখতে হবে প্রতিদিন অল্প অল্প করে। তবে একদিনই অনেক ডায়লগ শিখতে যাবেন না। দুএকটা শিখে সেই ডায়লগ কারো সাথে চর্চা করুন। 


এতে আপনার হিন্দি ভাষা শেখা দ্বিগুণ সহজ হয়ে যাবে। শুধু তাই নয় ডায়লগ ব্যবহার করে কথাও বলতে পারবেন।



শেষ কথা: 

আমি কিছু হিন্দি ভাষা শেখার সহজ উপায় নিয়ে টিপস দিলাম। এই টিপস গুলো ফলো করে অধ্যবসায় করেন। ইনশাআল্লাহ আপনি হিন্দি ভাষা শিখতে পারবেন। এটি নিয়ে আরো লেখা চাইলে কমেন্ট করুন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url