রোড টু সাকসেস নেপোলিয়ন হিল রিভিউ || Road To Success Napoleon Hill Book Review Bangla

 

রোড টু সাকসেস, রোড টু সাকসেস সত্যজিৎ রায়, রোড টুসাকসেস নেপোলিয়ন হিল,  Road To Success Napoleon Hill, Book Review

পৃথিবীর সকল মানুষকে যদি প্রশ্ন করা হয়। আপনি সফল হতে চান কিনা? তাহলে পৃথিবীর শত ভাগ লোক উত্তর দিবে হ্যাঁ! সবাই সফল হতে চাই। সেই সাথে চাই বিপুল পরিমাণের ধন সম্পদ। এটি মানব মস্তিষ্কের একটি বিশেষ দিক। তবে ভাবুন তো কত জন লোক পৃথিবীতে সফল হতে পারে? জানলে হয়তো অবাক হবেন পৃথিবীর ৭০% লোকই ব্যর্থ হয়!


 মানুষের ব্যর্থ হওয়ার কারন নিয়ে লেখা বই রোড টু সাকসেস নেপোলিয়ন হিল। সফল মানুষেরা কী করে? কীভাবে সফল হতে হয়। এই সব বিষয় নিয়ে লেখা হয়েছে রোড টু সাকসেস বই। শুধু তাই নয় একটি গোল্ডেন রুলস দেওয়া হয়েছে বইটিতে। আমি মনে করলাম এই বইটি নিয়ে একটা রিভিউ লেখা যায়। বইটি পড়ে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। 


এই বইটিতে যে সমস্ত রুলস দেওয়া হয়েছে। প্রত্যেকটি রুলস অনেক কাজের। আমি মনে করি রুলস গুলো মেনে চললে। পৃথিবীর প্রত্যেক মানুষ সফল হতে পারবে! 


আপনি কী জানতে চান সফল হওয়ার কৌশল? জানতে চান সফল ব্যাক্তিরা কীভাবে কাজ করে? কীভাবে কাজ করলে সফল হওয়া যায়? তাহলে আপনার জন্যই লেখা রোড টু সাকসেস বই! 



বই: রোড টু সাকসেস 

পৃষ্ঠা সংখ্যা: ১৬৭

ধরন: আত্মউন্নয়ন মূলক বই

মুল লেখক:নেপোলিয়ন হিল

অনুবাদক: রাওয়াইফ জামান

মূল্য: ২৯০টাকা

প্রকাশনী: প্রিয় মুখ


মূল লেখক ও বই পরিচিতিঃ 


রোড টু সাকসেস বইটি পৃথিবীর বেস্টসেলারের একটি বই। বইটি লেখেছেন পৃথিবীর সেরা ও সবার পছন্দের লেখক নেপোলিয়ন হিল। নেপোলিয়ন হিলকে একজন সেরা গবেষকও বলা চলে। তিনি অসংখ্য সফল মানুষ নিয়ে রিচার্জ করে, রোড টু সাকসেস বইটি লিখেছেন। 


এই বইটিতে সফল মানুষের অনেক গুলো কাজের রুলস দিয়েছেন। এই বইটি ছাড়াও তার আরো অনেক গুলো বই রয়েছে। তার মধ্যে অন্যতম দ্যা থিংক এন্ড গ্রো রিচ। লেখকের রোড টু সাকসেস বইটির মতই দ্যা থিংক এন্ড গ্রো রিচ বইটি, পাঠক কুলে যায়গা করে নেয় । লেখক তার নিজের দরিদ্রতা কাটিয়ে । অসংখ্য মানুষের দরিদ্রতা কাটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। 

বইটিতে ১৪ স্টেপ রয়েছে সবগুলো স্টেপ নিয়ে সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ।

চাইলে হার্ডকপি কিনতে পারেন রকমারি থেকে।




যাইহোক 

পৃথিবীর ৭০% লোক জানেন কী কেনো সফল হয় না? কারন তারা কোনো নিয়ম নীতি না মেনেই কাজে নেমে পড়ে। যার ফল স্বরূপ তাকে ব্যর্থতার সাথে কাজ সমাপ্ত করতে হয়। তবে কিছু নিয়মাবলী মেনে সঠিক পরিকল্পনা করে কাজটি শুরু করলে। 


আপনার সফলতা কে ধরে রাখে। তাই কোনো কাজ করার পূর্বে নির্দিষ্ট কিছু নিয়মানীতি অনুযায়ী, কাজ করা শুরু ধরুন। সফল ইনশাআল্লাহ সফল হবেন! 



 

১. নির্দিষ্ট লক্ষ্য 

বইটি আমার প্রথমেই মন জয় করে। লেখকের সাথে আমিও একমত পোষণ করে বলতে চাই। যে কোনো কাজ স্টার্ট করার পূর্বে অবশ্যই একটি লক্ষ্য ঠিক করতে হবে। লক্ষ্য ঠিক করা ছাড়া কোনো কাজে সফল হতে পারবেন না।


 সফল মানুষেরাও কোনো কাজ করার পূর্বে লক্ষ্য ঠিক করে নেয়। যদি আমার কথাই ধরেন তাহলে দেখবেন। আমিও নির্দিষ্ট একটি লক্ষ্য ঠিক করে ব্লগিং করছি। তাই আমার মতো অবশ্যই আপনাকেউ একটি লক্ষ্য ঠিক করে ফেলতে হবে।


২. উদ্যোক্তা 

রোড টু সাকসেস বইয়ে তিন নম্বর স্টেপে রয়েছে উদ্যোক্তা হতে হবে। এই মতটির সাথেও আমি একমত পোষণ করছি। কোনো কাজ করতে চাইলে প্রথমে উদ্যোগ নিতে হবে। উদ্যোগ না নিলে কাজটি আপনার করাই হবে না। তাই প্রথমে লক্ষ্য ঠিক করে আপনাকে উদ্যোগ নিতে হবে। তবেই আপনি পরবর্তী স্টেপে এগিয়ে যেতে পারবেন।


৩. উদ্ভাবনী শক্তির ব্যবহার

৪নম্বর স্টেপে রোড টু সাকসেস বইয়ে নেপোলিয়ন হিল উদ্ভাবনী শক্তির ব্যবহার করতে বলেছেন। এটি আমারও জানা ছিলো না উদ্ভাবনী শক্তি ব্যবহার করে সফল হওয়া যায়। অনেক গুলো উদাহরণ সহ বুঝিয়ে দিয়েছেন।


 উদ্ভাবনী শক্তি কীভাবে ব্যবহার করতে হয় জানিয়েছেন। এই শক্তির ব্যবহার করে সত্যি একজন মানুষ জিরো থেকে হিরো হয়ে উঠতে পারে। যে কোনো কাজে যদি উদ্ভাবনী শক্তি ব্যবহার করে কাজকে, পূর্বের তুলনায় সহজ করতে পারেন। তাহলে আপনার সেবা পূর্বের তুলনায় দ্বিগুণ বিক্রি হবে।


৪. বিনিময়ের চেয়ে কাজ বেশি করুন

এটি সফল হওয়ার সবচেয়ে ভালো একটি রুলস বলে আমি মনে করি। কেননা মিস্টার বার্নেস এই রুলসটি ফলো করে তার বিনিময় পাওয়ার চেয়ে। অনেক অনেক বেশি কাজ করে। মিস্টার এডিসনের মন জয় করতে পেরেছিলেন। শুধু তিনিই প্রথম এই রুলস ফলো করে সফল হয়েছিলেন তা নয়। পৃথিবীর অনেক সফল ব্যাক্তি এই রুলস ফলো করেন। আপনাকেউ এমন নিয়ম ফলো করতে হবে। তবেই সফল হতে পারবেন।


৫. সঠিক ভাবনা 

কোনো কাজে সফলতা পেতে হলে অবশ্যই সঠিক ভাবে ভেবে নিতে হবে। তা নাহলে আপনি ভুল পথে চলে যেতে পারেন। লেখক রোড টু সাকসেস বইয়ে গবেষণার সহিত এই চেপ্টারটি লেখেছেন। আমরা জানি একটি সঠিক পরিকল্পনা সফলতা পেতে ৫০% এর উপর কাজ করে।


 তাই লেখকের এই রুলসটি এড়িয়ে চলার উপায় নেই। এখন থেকে কোনো কাজ করতে চাইলে। ভালোভাবে পরিকল্পনা করে অথবা বয়স্কদের নিকট হতে পরামর্শ নিয়েনিন।


৬. অধ্যবসায়

এই পৃথিবীতে যত গুলো লোক সফল হয়েছেন তারা সবাই অধ্যবসায় করেই সফল হয়েছেন। যে যাই বলুক না কেনো অধ্যবসায় ছাড়া কেউ সফল হতে পারেনি। সফল হওয়ার প্রধান সূত্র অধ্যবসায়।


 আপনিও যদি পৃথিবীর সফল মানুষদের মধ্যে নিজের নাম লেখাতে চান। তাহলে আপনি লেখকের এই নীতি ফলো করুন। আর আত্মবিশ্বাস রাখবেন সফল হতে পারবেন ইনশাআল্লাহ। 


৭. ভুল থেকে শিক্ষা গ্রহণ 

পৃথিবীতে মানুষ ভুল করবেই এটি প্রাকৃতিক নীতি। তবে সেই ভুল থেকে শিক্ষা না নিয়ে কাজ ছেড়ে দিলে। সেটি আপনার ব্যর্থতা। কাজে ভুল করলে হতাশ না হয়ে সমাধান খোঁজাই বুদ্ধিমানের কাজ। লেখক তাই এই রুলসটি নিয়ে লেখক গুরুত্ব সহকারে আলোচনা করেছে। তাই আমাদের উচিত ভুল থেকে শিখে, কাজ করা। তাহলেই ব্যর্থতা আমাদের স্পর্শ করতে পারবে না।



শেষ কথা:

এক কথায় বলতে গেলে বইটি আমার কাছে দারুণ লেগেছে। রোড টু সাকসেস বইটিতে নেপোলিয়ন হিল মানুষকে ব্যর্থ হওয়ার কারন দেখিয়েছেন। বইটিতে অনেক রুলস রয়েছে যা একমাত্র পড়লেই বুঝবেন।

 লেখাটি বেশি বড় করবো না বিধায়। রোড টু সাকসেস নেপোলিয়ন হিল এর লেখা বইটি নিয়ে আলোচনার এখানেই ইতিটানছি। লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।

 All Job cercular জানতে আরো পড়ুন https://nur-edu. blogspot .com


Next Post Previous Post
2 Comments
  • Unknown
    Unknown March 10, 2022 at 12:03 PM

    Really Motivational. The golden rules are soo helpfull.If you are depressed with your life then this book is for youu, this book can help you to get back on truck.

    • Nur
      Nur March 10, 2022 at 12:26 PM

      Thanks ❤❤

Add Comment
comment url