৬টি ইংরেজি শেখার সহজ উপায় বই|| দ্রুত ইংরেজি শেখার বই

৬টি ইংরেজি শেখার সহজ উপায় বই|| দ্রুত ইংরেজি শেখার বই




 আসসালামু আলাইকুম বলুন তো কে না চাই ইংরেজি ভাষায় কথা বলতে। নিশ্চয়ই আপনিও চান  ইংরেজি ভাষায় কথা বলতে। আজকের আর্টিকলে এমন সব  ইংরেজি শেখার সহজ উপায় বইয়ের কথা বলবো। যে বই গুলো পড়লে সহজে ইংরেজি আয়ত্ত করতে পারবেন। 


তো চলুন জেনে নিই ইংরেজি আমরা সহজে কেনো শিখতে পাড়ি না? ইংরেজি ভাষা সহজ শিখতে না পাড়ার অন্যতম কারন। আমরা ইংরেজি ভাষাকে অনেক কঠিন ভেবে ফেলি। যার ফলে আমরা ইংরেজি ভাষা সহজে শিখতে পাড়ি না। ইংরেজি ভাষাকে কখনো এত কঠিন ভাবা যাবে না। একবারে নর্মাল ভেবে চর্চা করতে হবে। তাহলেই আমরা খুব দ্রুত ইংরেজি ভাষায় কথা বলতে লেখতে পারবো। 


আজকে যে ৬টি ইংরেজি শেখার সহজ উপায় বই নিয়ে আলোচনা করবো। সেই বই গুলো বাজারে ও সবার প্রিয় বই। সবাই বই গুলো পড়ে ইংরেজি সহজে শেখার জন্য। আশা করি বই গুলো পড়ে আপনিও উপকৃত হবেন। আপনার যদি বইয়ের হার্ড কপি কিনার সামর্থ্য অথবা পড়তে মন না চায়। তাহলেও সমস্যা নেই  একটু কষ্ট করে বই গুলে গুগলে সার্চ করলেই ইবুক পেয়ে যাবেন। 


 ইংরেজি শেখার সহজ উপায় বই


১. ইংরেজিতে জিরো থেকে হিরো
২. র‍্যাপিডেকস ইংলিশ স্পীকিং কোর্স
৩.বিবিসি জানালা ইংরেজি শেখার বই
৪. স্মার্ট ইংলিশ 
৫. ঘরে বসে স্পোকেন ইংলিশ
৬. ইংলিশ থেরাপি 



১. ইংরেজিতে জিরো থেকে হিরো

ইংরেজি সহজে শেখার সবচেয়ে সেরা বই  ইংরেজিতে জিরো থেকে হিরো। এই বইটি লেখক সব ধরনের লোকের কথা চিন্তা করে লেখেছেন। আমার মনে হয় বইটির উপযুক্ত নাম লেখক দিয়েছেন। একবারে যারা ব্যাসিক ইংরেজিও যানেন না। তারাও এই বইটি পড়তে পারেন। 


বইটিতে আলফাভেটও দেওয়া হয়েছে। কোন ইংরেজি শব্দের উচ্চারণ কী হবে। ইংরেজি শব্দের বাংলা ভাষার বিপরীত শব্দ দিয়ে দিয়েছেন। সেই সাথে প্রতি পৃষ্ঠায় ইংরেজি শেখার ধাপ গুলো বাড়িয়েছে। একথায় বলতে গেলে বইটিতে ব্যাসিক থেকে ইংরেজি শিখতে। যা যা লাগে সব বিষয় উল্লেখ করে বইটি সাজানো হয়েছে।


 আপনি যদি ব্যাসিক থেকে ইংরেজি শিখতে চান। আমি মনে করবো ইংরেজি শেখার সহজ উপায় বই গুলোর মধ্যে এই বইটি সবচেয়ে কাজের। এই বইটির হার্ড কপি ও ইবুক পেয়ে যাবেন।


২. র‍্যাপিডেকস ইংলিশ স্পীকিং কোর্স


র‍্যাপিডেকস ইংলিশ স্পীকিং কোর্স বইটি আপনাকে ইংরেজি শেখার জন্য। ব্যাপক সহযোগিতা করবে। প্রতিদিন আপনি কীভাবে ইংরেজি শুরু করবেন। কী কী ইংরেজি আমাদের প্রতিদিন লাগে।


 এই সব বিষয় ছাড়াও রয়েছে ইংরেজি শেখার সহজ উপায়। ইংরেজি ওয়ার্ড গুলোর সাথে। ইংরেজি ওয়ার্ডের উচ্চারণ দেওয়া। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ডে বাই ডে বইটি সাজানো। আজ কী পড়বেন কাল কী পড়বেন এইভাবে অধ্যায় গুলো সাজানো। 


এই বইটি ইংলিশ স্পোকোন করা পর্যন্ত পাঠককে সাহায্য করবে। ভালো লাগলে এই বইটির হার্ড কপি সংগ্রহ করতে পারেন। বইটির অনলাইন কপিও পেয়ে যাবেন। 



৩.বিবিসি জানালা ইংরেজি শেখার বই


বিবিসি জানালা যাদের ইংরেজি শেখার আগ্রহ রয়েছে। তারা এই নামটি শুনেন নাই তা কী করে হয়। বিবিসি জানালা শুধু আমাদের দেশ নয়। পৃথিবীর অনন্য দেশ গুলোতেও ইংরেজি শেখার কোর্স করিয়ে থাকে। 


তাদের ইংরেজি ভাষা শেখানোর ইউটিউব চ্যানেল ও রয়েছে। বিবিসি জানালা ইংরেজি শেখার কোর্স করানোর সাথে সাথে। পাঠকদের কথা ভেবে ইংরেজি শেখার সহজ উপায় বইয়ের সিরিজ বের করেছে। বই গুলোতে প্রতিদিন যেভাবে ইংরেজিতে কথা বলতে হয়। অফিসে যেমন ইংরেজি ব্যবহার করতে হবে। এই সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে প্রতিটি বইতে। 


বিবিসি জানালার বই সিরিজ গুলো আপনারা অনলাইনে ও হার্ড কপি দুইই পেয়ে যাবেন। এই বই গুলো আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে আপনাকে অনেক সহযোগিতা করবে। 



৪. স্মার্ট ইংলিশ


স্মার্ট ইংলিশ ইংরেজি ভাষা শেখার সবচেয়ে সহজ উপায় বই। এই বইটিতে অসংখ্য ওয়ার্ড শব্দের অর্থ সহ দেওয়া রয়েছে। লেখক পাঠকের সুবিধার্থে অসংখ্য প্রতিদিনকার ব্যবহৃত শব্দ দিয়েছেন। যেগুলো পড়লে একজন পাঠকের ভোকাবুলারি 


মজবুত হওয়া সহ। নিজে নিজে শব্দ তৈরি করতে পারবে। সেই সাথে অসংখ্য শব্দের বাংলা জানা হয়ে যাবে। এই বইটিও অনলাইনে পাওয়া যায়। চাইলে পড়ে দেখতে পারেন। আমার কাছেও এই বইটি ভালো লেগেছে তাই। বইটি সবাইকে সাজেস্ট করলাম।


৫. ঘরে বসে স্পোকেন ইংলিশ

 ঘরে বসে স্পোকেন ইংলিশ বইটি প্রথম অবস্থায়। ইবুক আকারে পাঠক কুলে জনপ্রিয়তা পেলেও। পরবর্তীতে এই বইটির হার্ড কপি বের করেন। বইটির লেখক মুনজেরিন শহিদ। বাংলাদেশের সেরা অনলাইন  স্কুল রবি টেন মিনিট স্কুলে।


 ইংলিশ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মুনজেরিন শহিদ। এই বইটি ছাড়াও তার আরো একটি বই ভোকাবুলারি সবার জন্য নামে রয়ছে। লেখক তার ইউটিউব চ্যানেল ও ফেইজবুক পেইজের মাধ্যমেও। 


নিয়মিত ইংরেজি শেখান তিনি। বইটিতে ইংলিশের পাশাপাশি দেওয়া রয়েছে রিলেটেড রঙিন ছবি। ইমেজের জন্য পাঠকের মন বইয়ের পাতায় আকৃষ্ট হয়ে থাকে। এই বইটিও আপনাকে হেল্প করবে ইংরেজি শেখার ক্ষেত্রে৷ 



৬. ইংলিশ থেরাপি 


ইংলিশ থেরাপি বইয়ের লেখক সাইফুল ইসলামের সাথে একমত হয়ে। বলতে চাই আপনি ইংরেজি লেখতে চাইলে আপনাকে ইংরেজি লেখতে হবে। বলতে চাইলে শোনতে হবে।


 অসাধারণ সব ইংরেজি শেখার সহজ উপায় সম্পর্কে বলা হয়েছে। ইংলিশ থেরাপি বইটিতে। এই বইটি পড়ে পাঠকেরা খুব দ্রুত ইংরেজিতে দুর্বলতা কাটাতে পারবেন। এটি আমার বিশ্বাস কেননা, এই বইটিতে লেখক সেই সমস্ত বিষয় নিয়ে লেখেছেন। যে সমস্ত বিষয় জানলে সহজে ইংরেজিতে দক্ষ হওয়া যায়। 


ইংরেজি শেখার ইচ্ছে থাকলে এই বইটিও পড়তে পারেন। বইটির হার্ড কপি পাওয়া যায়। অনলাইন কপিও রয়েছে আপনাকে সার্চ করে।  বের করতে হবে। 


শেষ কথা

আমি এই পর্যন্ত ইংরেজি শেখার সহজ উপায় বই গুলো নিয়ে আলোচনা করলাম। এই বই গুলো আমিও পড়ি আপনিও পড়তে পারেন। তবে শেখাটি আপনার উপর ন্যাস্ত। লেখাটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করবেন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url