সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২/ social development foundation job circular

সোশ্যাল-ডেভলপমেন্ট-ফাউন্ডেশন-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২২





 আসসালামু আলাইকুম আশা করি  সবাই ভালো আছেন ।হাজির হলাম social development foundation sdf job circular 2022 এর খবর নিয়ে 

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নিয়োগ  বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে ।কীভাবে চাকরি পাবেন? যোগ্যতা কী কী লাগে ? অভিজ্ঞতার প্রয়োজন কী কী? সম্পূর্ণ আলোচনা করবো এই লেখাতে । 


সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন কোম্পানিটি একটি  এনজিও সংস্থা । ২০০০ সাল থেকে এনজিও সংস্থাটি পরিচালিত হয়ে আসছে ।বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে এনজিওটি, 


বাংলাদেশের বিভিন্ন প্রকল্প সম্পূর্ণ করে থাকে । কোম্পানির সম্পূর্ণ নাম সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন সংক্ষেপে এসডিএফ বলা হয়ে থাকে ।



এসডিএফ আমাদের দেশের দীর্ঘ স্থায়ী একটি এনজিও  সংস্থা। প্রতি বছর ভালো মানের বেতনে প্রায় বিপুলসংখ্যক জনবল নিয়োগ করে এসডিএফ ।


 এইবারও সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি  পাবলিশ  করেছে ! কীভাবে এসডিএফ এ চাকরির জন্য আবেদন করবেন? চাকরির জন্য আবেদন  করতে কী কী যোগ্যতা লাগবে ? এই সব নিয়ে আলোচনা পূর্বে যেনে নেওয়া যাক এনজিওটি কী? বা কাদের জন্য কাজ করে ?  


কোনো জায়গায় ইনভেস্ট বা চাকরি করার পূর্বে, ঐ কোম্পানি সম্পর্কে বিস্তারিত যেনে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ । তাহলে আপনার চাকরি করতে মন টিকবে ।


এসডিএফ  এনজিও সংস্থা আপনাদের আগেও বলেছি । এরা মূলত বাংলাদেশের অসুহায়,গরিব, হতদরিদ্র মানুষ, হিজড়াদের নিয়ে কাজ করে। আপনার যদি হতদরিদ্র মানুষের সেবা করার ইচ্ছে থাকে তাহলে এই সংস্থায় কাজ করে, মনের আশা পূর্ণ করতে পারেন। 



সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২


নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণনা: 

বাংলাদেশের অর্থমন্ত্রণালয় এর আর্থিক প্রতিষ্ঠানের সংস্থা। নিষ্ঠাবান ও সৎ প্রার্থীকে দরখাস্ত করার অনুরোধ রইলো। 




পদের নামঃ 

আঞ্চলিক পরিচালক 



কর্মস্থলঃ

 কর্মস্থলের নির্দিষ্ট কোনো নাম দেওয়া হয়নি। ধারনা হিসেবে দেওয়া হয়েছে মাঠ পর্যায় অথবা আঞ্চলিক কোনো অফিসে। সুতরাং বাংলাদেশ যেকোনো জায়গায় কাজ করতে হতে পারে। যে কোনো অঞ্চলের মাঠে কিংবা অফিসে। সম্ভবত প্রার্থীর নিজ নিজ জেলা উপজেলায় কাজ পরার সম্ভাবনা ১০০%।




শিক্ষাগত যোগ্যতাঃ 

শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীর নিকট  চাওয়া হয়েছে সমাজ বিজ্ঞান, কৃষি, অর্থনীতি অথবা যে কোনো বিষয় নিয়ে কমপক্ষে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। নাহলে প্রার্থী বাতিল বলে গন্য হবে।


বয়স, বেতন বাতা ও অভিজ্ঞতাঃ 

চাকরির জন্য আবেদন কারি প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫২ বছরের মধ্যে হতে হবে। এর চেয়ে বেশি বয়সের লোক এই পদে নেওয়া হবে না। 


অভিজ্ঞতা: 

আবেদন কারি প্রার্থীকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ২০ বছরের নুন্যতম  অভিজ্ঞতা লাগবে। এছাড়া বাংলাদেশ  সরকার,বেসরকারি অথবা অসুহায় হতদরিদ্র মানুষের জন্য কাজ করে এমন প্রতিষ্ঠানে ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 


বেতন স্কেল ও বাতাঃ 

বেতন স্কেল: ৬৬০০০ থেকে শুরু করে ১০১০০০ পর্যন্ত  

বাতা: বেতনের পাশাপাশি এনজিও নিয়ম অনুযায়ী  ঈদ বোনাস সহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাতা দেওয়া হবে 




পদের নামঃ 

উপ-মহাব্যবস্থাপক 


কাজ করতে হবে: এসডিএফ এর প্রধান কার্যালয় ঢাকাতে 

যাদের ঢাকার মধ্যে বাসা তারা আবেদন করলে সুবিধা পাবেন 



শিক্ষাগত যোগ্যতাঃ 

এসডিএফ এ চাকরির জন্য  আবেদন কারি প্রার্থীকে হিসাব বিজ্ঞান, অর্থনীতি কিংবা যে কোনো সাবজেক্টে,  কমপক্ষে স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। 


বয়স, বেতন বাতা ও অভিজ্ঞতাঃ

বয়স:

সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনে  উপ মহাব্যবস্থাপক পদে আবেদন কারি প্রার্থীর বয়স সর্বচ্চো ৫০ বছরের মধ্যে হতে হবে। ৫০ বছরের বেশি হলে বাতিল করা হবে। 


বেতন স্কেল: 

৫০৪০০ - ৭০৪০০ 

সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর নিয়ম অনুযায়ী অনন্য বাতা ও সুবিধা রয়েছে।


অভিজ্ঞতা: উপরে দেওয়া বিষয় গুলোর উপর ১৫ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। 




পদের নামঃ 


কন্সট্রাকশন এবং এনভায়রনমেন্ট ( আঞ্চলিক ব্যবস্থাপক) 


শিক্ষাগত যোগ্যতা, বেতন ভাতা, বয়স, কর্মস্থল ও অভিজ্ঞতাঃ 


শিক্ষা গত যোগ্যতাঃ 

এসডিএফ এ কনস্ট্রাকশন এবং এনভায়রনমেন্ট এর চাকরির জন্য আবেদন করা প্রার্থীর বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি থাকা বাধ্যতামূলক। নাহলে প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে না। 


বেতন স্কেল:

 ৩৩৬০০- ৪৬১০০

ভাতা ও অনন্য সুযোগ সুবিধা রয়েছে কোম্পানির নিয়ম অনুযায়ী। 


বয়সঃ 

এপ্লাই করা প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ এর মধ্যে থাকতে হবে। 


কর্ম স্থল: আঞ্চলিক বা মাঠ পর্যায় 




অভিজ্ঞতা:


বিভিন্ন সংস্থায় ইন্জিনিয়ারি হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা ও উন্নয়ন প্রকল্পের নুন্যতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 


পদের নামঃ

হেলথ এবং নিউট্রিশন 


কর্ম স্থলঃ আঞ্চলিক অফিসে অথবা মাঠে 


শিক্ষাগত যোগ্যতাঃ 

চাকরি প্রার্থীর এমবিবিএস ডিগ্রি থাকলেই হবে। 


বয়সঃ 

প্রার্থীর বয়সঃ উপরের পদে উল্লেখিত বয়সের সমান হতে হবে। 


বেতন স্কেলঃ

৩৩৬০০-৪৫১০০ ও কোম্পানির নিয়ম অনুযায়ী সুবিধা পাবেন। 


অভিজ্ঞতাঃ

চিকিৎসক হিসেবে সরকারি হসপিটাল,  বেসরকারি হসপিটাল বা অনন্য সংস্থায় কাজ করার ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 



সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ তে কীভাবে আবেদন করবেন ।

এসডিএফ এ চাকরির জন্য অফলাইনে ডাকযোগে  আবেদন পত্র প্রেরন করতে হবে । আবেদন পত্রের খামের ওপর পদের নাম উল্লেখ করে ,আবেদন পত্র অফিস চলাকালীন সময়ে, 13.03.2022 তারিখের মধ্যে অফিস বরাবর প্রেরণ করতে হবে । 

 

এসডিএফ ওয়েবসাইটঃ www-sdfbd-org


আবেদন পত্রের সাথে  কী কী দিতে হবে ?

আবেদন পত্রের সাথে আপনার সকল ইনফেকশন যেমন: আপনার সম্পূর্ণ নাম , স্থায়ী ঠিকানা , আপনার  যোগাযোগ নম্বর ও ইমেইল, শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট এর ফটো কপি খামে ভরে, দুই কপি পাসপোর্ট সাইজের ইমেজ,একটি সুন্দর করে সিভি তৈরি করে  পাঠাবেন,ও অনন্য তথ্য প্ররণ করতে হবে।মহিলা ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারিবেন।

অবশ্যই আপনার আবেদন পত্রটি সম্পূর্ণ করে দিবেন ,যে সকল বিষয় চাওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে ।কোনো প্রার্থীর আবেদন পত্র অসম্পূর্ণ বা অর্ধেক তথ্য দেওয়া হলে । প্রার্থীর আবেদন সরাসরি বাতিল করে দেওয়া হবে । সুতরাং সাবধানে সকল তথ্য  পূরণ করে ।আপনার আবেদন পত্রটি প্রেরণ করুন ।

 বিস্তারিত দেখেনিন। সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ তে গুগুল ড্রাইভ লিংক। 


আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), ২২\২২, খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭|


আমাদের এনজিও চাকরির খবরটি পড়ার জন্য ধন্যবাদ এমন চাকরির খবর, সরকারি চাকরির খবর, শিক্ষা আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url