১৫ টি ইংরেজি শেখার সহজ উপায় ২০২২ | কীভাবে ইংরেজি ভাষা শিখবো?

 

১৫ টি ইংরেজি শেখার সহজ উপায় ২০২২ | কীভাবে ইংরেজি ভাষা শিখবো?




পৃথিবীতে প্রায় ১৪শতর অধিক ভাষা রয়েছে। তার মধ্যে থেকে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইংরেজি ভাষা। ইংরেজি ভাষার মাধ্যমে পৃথিবীর সকল মানুষের সাথে মনের ভাব বিনিময় করা যায়। এছাড়াও ফ্রীল্যান্সিং বিদেশে উচ্চ শিক্ষা নিতে গেলেও ইংরেজি জানা আবশ্যক। 


আমাদের দেশের অনেকে ইংরেজিতে অনেক দুর্বল। কীভাবে ইংরেজি সহজে শেখা যায় জাননেন না। কেউ কেউ প্রশ্ন করে কীভাবে ইংরেজি ভাষা শিখবো? আজকের আর্টিকেলে আলোচনা করবো ১৫টি ইংরেজি শেখার সহজ উপায় নিয়ে। এ গুলো ফলো করলে খুব দ্রুত ইংরেজিতে দক্ষ হয়ে উঠবেন।



আর্টিকল সূচি

১. লক্ষ্য ঠিক করুন 

২. জেদ আর আত্মবিশ্বাস রাখুন

৩. উদ্দেশ্য ঠিক করুন 

৪. ফেইজবুক কাজে লাগান

৫. ইংরেজি শেখার অ্যাপ ব্যবহার 

6. একই ক্যাটাগরির বন্ধু খুঁজেনিন 

৭. বেশি বেশি ইংরেজি রিডিং পড়ুন 

৮. ইংরেজি মুভি দেখুন 

৯. ইংরেজি গান শোনা

১০. গুগল ট্রান্সলেট ব্যবহার করুন।

১১. ডিকশনারি ব্যবহার করা

১২. লজ্জা থাকা যাবে না 

১৩. আয়নার সামনে বলা

১৪. ইউটিউবের টিউটোরিয়াল দেখুন

১৫. ইংরেজি শেখার কোর্স করুন


১. লক্ষ্য ঠিক করুন 

প্রথম স্টেপে রেখেছি লক্ষ্য। আপনি যদি কোনো কাজ পরিকল্পনা করা ছাড়াই করা শুরু করেন। তাহলে বেশি দুর কাজটি করে এগিয়ে যেতে পারবেন না। বড়জোর

 ৫০% কাজ করার পর হাল ছেড়ে দিবেন। তাই আপনাকে ইংরেজি শেখার শুরুতেই একটি লক্ষ্য সেট করতে হবে। যেনো লক্ষ্যটি ঠিক রেখে কাজ করে এগিয়ে যেতে পারেন। 

শুধু ইংরেজি শেখার ক্ষেত্রে নয় যে কোনো কাজ করার পূর্বে একটি লক্ষ্য ঠিক করে নিবেন। দেখবেন কত সহজে সাফল্য আসে। তো আজই একটা লক্ষ্য ঠিক করে ফেলুন, 

আমি দিনে এত মিনিট ইংরেজি চর্চা করবো।আর এত দিনে ইংরেজি শেখা কম্পিলিট করবো।

লক্ষ্য কেমন হওয়া উচিত?
অবশ্যই একটি স্পষ্ট লক্ষ্য নির্বাচন করতে হবে। তাছাড়া আপনি সফল হতে পারবেন না। লক্ষ্য এমন হওয়া উচিত নয়, 


[আমি ইংরেজি এক দিন শিখে শেষ করবো ইনশাল্লাহ]
এটি একটি অস্পষ্ট লক্ষ্য এমন লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে। কখনো সফল হতে পারবেন না। আপনাকে নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হবে। 

লক্ষ্য এমন হওয়া উচিত
[আমি দিনে ২০ মিনিট ইংরেজি চর্চা করবো। ৬ মাসে ইংরেজি শেখা শেষ করবো]

এটি একটি স্পষ্ট লক্ষ্য এমন লক্ষ্য আপনাকেও সেট করতে হবে। তাহলে আপনার ইংরেজি শেখার প্রতি আগ্রহ থাকবে। 


২. জেদ আর আত্মবিশ্বাস রাখুন

স্পষ্ট একটি লক্ষ্য ঠিক করার পর। আপনার মনে একটা জেদ তৈরি করতে হবে। হ্যা আমি ৬ মাসের মধ্যে ইংরেজি শিখবো ইনশাল্লাহ। জেদের বসে মানুষ অনেক কিছুই করতে পারে। 


আপনার বন্ধু বা পরিবারের উপর যে জেদ বা রাগ খাটাতেন, সেটিকে ব্যবহার করেই আপনি ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারেন।হাস্যকর মনে হচ্ছে তাইতো। একবার এই সুযোগটা কাজে লাগিয়ে দেখুন কী হয়।  এটি একটি ইংরেজি শেখার সহজ উপায় ও বলা চলে। আপনাকে জেদের পাশাপাশি আর যেটা রাখতে হবে, সেটি হচ্ছে আত্মবিশ্বাস।

আত্মবিশ্বাস 

পরীক্ষার হলে রেজিষ্ট্রেশন নম্বর ও রোল নম্বর সঠিক ভাবে পূরণ করার পরও, এডমিট কার্ডের সাথে  বার বার মিলায় কারণ। তখন আমাদের মধ্যে আত্মবিশ্বাস থাকে না।নিজেদের বিশ্বাস করতে পারিনা বলেই বাব বার চেক করি।এমন করলে হবে না। 

আমাদের একটি আত্মবিশ্বাস তৈরি করতে হবে। আমরা ৬ মাসের মধ্যেই ইংরেজি শেখা কম্পিলিট করতে পারবো। এই বিশ্বাসটা যদি মনের মধ্যে একবার প্রবেশ করাতে পারেন, দেখবেন সত্যি সত্যি পারবেন।


৩. উদ্দেশ্য ঠিক করুন  

ইংরেজি শেখা বা যে কোনো কিছু করতে গেলে। একটা উদ্দেশ্য ঠিক করতে হবে।তাহলে আপনার কাজ দ্বিগুণ সহজ হয়ে যাবে। কোনো কাজ করার পূর্বে  নিজেকে প্রশ্ন করুন। 


 কেনো আপনি ইংরেজি শিখতে চান? ইংরেজি শিখে কী করবেন? এইসবের উত্তর যদি পান। আপনার ইংরেজি শেখা সহজ হয়ে যাবে। 


অনেকে ইংরেজি শিখে বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা নেওয়ার জন্য। কেউবা ইংরেজি শিখে ফ্রীল্যান্সিং বা অনন্য কাজ করার জন্য। আপনি কী কারনে ইংরেজি শিখবেন এটি একটি খাতায় নোট করে নিবেন। আর আপনার লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাবেন । সফল হবেন ইনশাআল্লাহ।

৪. ফেইজবুক কাজে লাগান

ইংরেজি শেখার সহজ উপায়


আমাদের দেশের এমন কোনো স্মার্ট ফোন পাবেন না ।যেটিতে ফেইসবুক নেই বা তিনি ফেইসবুক চালান না। প্রত্যেকেই কম বেশি ফেইসবুক ব্যবহার করে। অনেকে অযথা টাইম ব্যয় করে ফেইসবুকে। সকালে উঠে আগে ফেইসবুক। আবার রাত ১০ টা ১১ টা পর্যন্ত ফেইজবুক ব্যবহার। 

নিশ্চয়ই আপনিও এদের মধ্যে একজন। অবশ্য আমিও একজন তবে এই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেক কিছু শেখা সম্ভব। আমিও এই সুযোগ কাজে লাগিয়ে ইংরেজি শিখি। আপনিও শিখতে পারন আপনার আমার মত অনেকে, ফেইজবুকে ইংরেজি শিখে। ফেইসবুক থেকে ইংরেজি শিখতে চাইলে প্রথমে আপনাকে English Learning গ্রুপ গুলোতে Add হতে হবে । English Learning নিয়ে অনেক গ্রুপ রয়েছে। 


মেসেঞ্জার


আমরা অনেকে বন্ধুদের সাথে রাতভর অযথা চ্যাট করি। এই অযথা চ্যাটিং টাইমটা যদি কাজে লাগিয়ে। ইংরেজি শেখা যায়। তাহলে কেমন হতো। নিশ্চয়ই ভালো তাহলে আর দেরি না করে।  আপনার ক্লাসের বন্ধুদের নিয়ে একটি চ্যাটিং গ্রুপ খুলে ফেলেন। 

সেখানে সবাই ইংরেজিতে মেসেজ করবেন অন্য ভাষায় নয়। এটিও কিন্তু ইংরেজি শেখার সহজ উপায়।তবে আপনার এমন কোনো বন্ধু না থাকলে, আপনার মত অনেকে আছে। যারা ইংরেজি শিখতে চাই তাদের নিয়ে English Learning গ্রুপ খুলে ফেলুন। 


৫. ইংরেজি শেখার অ্যাপ ব্যবহার 

ইংরেজি শেখার এটিও একটি ভালো মাধ্যম। প্লেস্টোরে এমন অনেক ফ্রী অ্যাপস রয়েছে। যার মাধ্যমে খুব সহজেই ইংরেজি শেখা যায়। শুধু তাই নয় সেখানে আপনার আমার মত অসংখ্য লোক পাবেন। তারাও ইংরেজি শেখার জন্য এই অ্যাপস ব্যবহার করে। 

মজার ব্যাপার হচ্ছে সেখানে আপনি ভুল করলেও,  আপনার ভুল নিয়ে কেউ হাসি ঠাট্টা করবে না। বরং আপনাকে সঠিকটা বলে দিবে। এমনি কী সেখানে বিদেশি অনেককে পাবেন। তারাও ইংরেজি শেখার জন্য আসছে। 

তাদের সাথে মেসেজ অডিও ভিডিও কলে কথা বলেও ইংরেজি শিখতে পারবেন। 

6. একই ক্যাটাগরির বন্ধু খুঁজেনিন 

আপনার মত অনেকে আছে যারা ইংরেজি শেখার জন্য চেষ্টা করে। আপনি তাদেরকে খুঁজুন এবং বন্ধু বানিয়ে ফেলুন। দেখবন আপনার ইংরেজি শেখা কতটা  সহজ হয়ে যায়।

একজন মানুষ পরিবর্তন হওয়ার পূর্বে তার বন্ধুর স্বভাব  গ্রহণ করে। বাংলা প্রবাদটি নিশ্চিত মনে আছে। [সত্য সঙ্গে সর্গ বাস অসত্য সঙ্গে সর্বনাশ] কথাটি একদম সত্য। 

 তাই আপনাকে আপনার মনের সাথে মিল রেখে। বন্ধু খুঁজে পেতে হবে এবং তাদের সাথে, ইংরেজি বেশি বেশি চর্চা করতে হবে। 

৭. বেশি বেশি ইংরেজি রিডিং পড়ুন ও লিখুন 


আপনি যত বেশি ইংরেজি রেডিং পড়বেন ততই, আপনি নতুন নতুন শব্দের সাথে পরিচিত হবেন। তাই রেডিং পড়তে হবে। আপনার যদি গল্প ভালো লাগে তাহলে ইংরেজি গল্পের বই পড়ুন। 

সংবাদ পত্র ম্যাগাজিন পড়ে আপনার ইংরেজি রিডিং পড়ার দক্ষতা দ্বিগুণ বৃদ্ধি করতে পারেন। ইংরেজি রেডিং পড়ার জন্য ফেইসবুকে বিভিন্ন সেলিব্রিটি, যারা ভালো ভালো পোস্ট করে তাদের ফলো করে রাখতে পারেন। যেনো স্কল করার সময় সামনে আসলে পড়তে পারেন।  

শুধু পড়লেই কী হবে পড়ার পাশাপাশি লিখেও যেতে হবে। আপনি আজ একটা গল্প পড়লেন সেটি একটি খাতায়।কী পড়লেন লিখবেন সেটির অনুবাদ লিখবেন।  এভাবেই ইংরেজিতে দুর্বলতা কাটানো সম্ভব। 

৮. ইংরেজি মুভি দেখুন 


আমরা ভিডিও দেখতে ভালোবাসি।আমাদের বিনোদনের প্রয়োজন আছে।  আমরা অনেক সময় ফেইসবুক ইউটিউবে ভিডিও দেখে থাকি। বিনোদনের পাশাপাশি যদি শেখা যায়। তাহলে মন্দ কিসে? 

আমরা ইংরেজি মুভি দেখবো অনন্য ভিডিও কম দেখে। আমরা দেখবো মুভির সাবটাইটেলে কী লেখা আসে যায়।  

এত স্পিডে না পড়তে পারলে ভিডিও পস করে পড়বেন। তাদের বচন ভঙ্গি কেমন সেটি ফলো করবেন। এইভাবে মুভি দেখলে ইংরেজি শেখার ক্ষেত্রে অনেক ভালো ফল পাবেন। এক কথায় বলতে গেলে এটি একদম ইংরেজি শেখার সহজ উপায় হতে পারে। 


৯. ইংরেজি গান শোনা

গান পছন্দ করে না এমন লোক পাওয়া মুশকিল। গান সবার পছন্দের তালিকায় রয়েছে। অনেকে দেখবেন কাজের সাথে তাল মিলিয়ে গান গাচ্ছে। আপনারও যদি গান প্রিয় থাকে। তাহলে এই পছন্দের সুযোগটাকে শেখায় রুপান্তর করতে পারেন। 

প্রথমে আপনারা ইংরেজি ভালো কিছু গজল, গান ফোনে নামিয়ে  নিবেন তারপর সেগুলো বার বার শুনবেন। মাঝে মধ্যে তালও মিলাতে পারেন। একটা কথা মনে রাখবেন আমরা কিন্তু বাংলা পারতাম না। শুনে শুনে বাংলা বলতে শিখেছি। 

তাই আপনাকে প্রথম শুনতে হবে তারপর বলার চেষ্টা করতে হবে। গান পছন্দ না করলে বিভিন্ন ইংরেজি লেকচার পাওয়া যায়। ইনশাআল্লাহ সেগুলো শুনুন কাজে আসবে।


১০. গুগল ট্রান্সলেট ব্যবহার করুন।

ইংরেজি শেখার সহজ উপায়


ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে গুগল ট্রান্সলেট অনেকটা হেল্প করবে আপনাকে। ইংরেজি শেখার শুরুতেই আপনি অনুবাদ করা পারবেন না। তাই আপনি Google Translate ব্যবহার করতে পারেন ।
 
ধরেন একটি ইংরেজি ব্লগ ওপেন করছেন, ব্লগটি পড়ে কিছু কিছু বুঝতে পারলেন না। তখন যেটি আপনার বুঝতে সমস্যা হবে সেটি গুগল ট্রান্সলেট, এ অনুবাদ

 করে দেখে নিবেন এটি আসলে কী। এতে করে ঐ শব্দটি বা বাক্যটি আপনার জানা হয়ে গেলো, কারো নিকটে জিজ্ঞেসও করতে হলো না। এভাবে আপনি অনেক অনেক বাক্য শিখতে ও জানতে পারবেন। গুগল ট্রান্সলেট ব্যবহার করেই। 

১১. ডিকশনারি ব্যবহার করা

ডিকশিনারির ব্যবহার করেও ইংরেজি জানা ও শেখা যায়। তবে ডিকশনারিতে পুরো বাক্য অনুবাদ করা যায় না। শুধু ভোকাবুলারি জানতে পারবেন। 

গুগল প্লেটোরে আপনি বাংলা ডিকশনারি লিখে সার্চ করলে হিউজ পরিমাণের ডিকশিনারির অ্যাপস পেয়ে যাবেন। বাংলা ডিকশনারি সফটওয়্যার ব্যবহার করে। আপনার ভোকাবুলারি আরো মজবুত করে তুলতে পারবেন। 

আপনার ভোকাবুলারি যত মজবুত হবে, ততই আপনি ইংরেজিতে দক্ষ হবেন। সবার সাথে ইংরেজিতে কথা বলতে আমতা আমতা করতে হবে না। তাই ডিকশিনারির অ্যাপস যদি ব্যবহার না করে থাকেন।  আজ থেকেই ডিকশনারি ব্যবহার করা শুরু করুন


১২. লজ্জা থাকা যাবে না 

আমরা অনেকেই আছি লজ্জার কারনে শিখতে পারিনা। ক্লাসে স্যার যদি বলতেন কারো কোনো সমস্যা আছে আমরা প্রায় সবাই চুপ থাকতাম। লজ্জায় কিছু বলতাম না।

 পরে ঠিকি এই একটু লজ্জার কারনে না বুঝা অংশ  টুকু নিয়ে প্যারাই থাকতাম। বা না বুঝা অংশে পিছয়ে পড়তাম। অনেকেই আছে এই রকম। এমন থাকলে চলবে না। 

শেখার ব্যাপারে আমাদের লজ্জাটা দুর করতে হবে তা না হলে। শেখা আমাদের জন্য অসম্ভব হয়ে পড়বে। ইংরেজি ভুল কথা বললে সমস্যা নেই। ইংরেজি মেসেজ দেওয়ার সময় ভুল গেলেও সমস্যা নেই। কারন আপনি শিখছেন। 

এতে অন্য লোক হাসি ঠাট্টা করুক সমস্যা নেই। তাকে হাসি ঠাট্টা করতে দিন আপনি এগিয়ে যান। তাই লজ্জা বাদ দিন অনন্যের হাসির জন্য শেখা বাদ দিবেন না। 


১৩. আয়নার সামনে বলা

আয়নার সাথে কথা বলা এটি ইংরেজি শেখার সহজ একটি কৌশল। তাই আপনিও আয়নার সাথে কথা বলতে পারেন। নিশ্চয়ই ভাবছেন কী বলবো কোনো সমস্যা নেই। 

আপনারা ভবিষ্যতে কী হওয়ার ইচ্ছে? ভবিষ্যতে কী হবেন? আপনার স্বপ্ন কী? ক্যারিয়ার প্ল্যান কী? ইত্যাদি নিয়ে। এছাড়াও আপনি যদি কবিতা ছড়া ভালোবাসেন তাহলে আবৃত্তি করতে পারেন। বাড়ির লোক পাগল বলবে তাইতো ভাবছেন নো টেনশন দরজাটা লক করে নিন। তাহলে আর কেউ পাগল বলতে পারবে না। 


১৪. ইউটিউবের টিউটোরিয়াল দেখুন


ইংরেজি শেখার সহজ উপায় লিখে যদি আপনি ইউটিউবে সার্চ দেন। তাহলে হাজার হাজার ভিডিও পাবেন। এগুলো দেখে ইংরেজি চর্চা করতে পারেন। 
তাছাড়া শুধু ইংরেজি নয় সকল বিষয় নিয়ে সার্চ করে আপনারা শিখতে পারেন। 

আমি ইউটিউব থেকে শিখতে বেশি ভালোবাসি। তাই আপনিও ইউটিউবকে কাজে লাগিয়ে। বানিয়ে নিতে পারেন আপনার ইংরেজি শেখার সঙ্গী। অথবা ইউটিউবকে মাস্টার মশাইও বানাতে পারেন। 

YouTube  থেকে ইংরেজি শেখার সবচেয়ে বড় চ্যানেল হচ্ছে বিবিসি জানালা চাইলে আপনারা এখান থেকে শিখতে পারেন অথবা আরো ভালো ভালো চ্যানেল খুঁজে নিবেন যেগুলোতে রেগুলার ইংরেজি শেখার ভিডিও আপলোড করা হয়, 


১৫. ইংরেজি শেখার কোর্স করুন

অনেকে পেইড কোর্স করে ইংরেজি শিখতে পারবে আমি তা বলবো না। অনেকে রয়েছে ইংরেজি শিখতে চাই মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত তাদের এটি আমি সাজেস্ট করবো না ।আপনরা উপরের গুলো ফলো করে ইনশাআল্লাহ শিখতে পারবে। 

 যাদের পেইড কোর্স করার সামর্থ্য রয়েছে তারা ইংরেজি শেখার কোর্স করতে পারেন। অনেক একাডেমি আছে তারা পেইড নির্দিষ্ট টাইমের মধ্যে ইংরেজি শেখার কোর্স করাই। সেখানে আপনারা কোর্স করতে পারেন। 

পেইড ইংরেজি শেখার কোর্স করাই এমন অনেক একাডেমি রয়েছে। তার মধ্যে অন্যতম রবি ১০ মিনিট স্কুল সেখানে মুনজেরিন শহিদ আপু  ইংরেজি শেখার কোর্স করাই। আপনি চাইলে ইনলোল করতে পারেন। 


শেষ কথা

 আমি ইংরেজি শেখার সহজ উপায় গুলো বললাম। তা সঠিকভাবে কাজে লাগালে আপনিও ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারবেন। তার জন্য আপনাকে চর্চা করতে হবে চর্চা করুন। আপনিও ইংরেজি বলতে, লিখতে, অনুবাদ করতে পারবেন ইনশাআল্লাহ 
আমাাদের লেখাটি পড়ার জন্য ধন্যবাদ ।

https://nur-edu.blogspot.com


Next Post
No Comment
Add Comment
comment url