কাজী ফার্ম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২॥ kazi Farms Job Cercular

 

কাজী ফার্ম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, kazi farms Job cercular

আসসালামু আলাইকুম যারা ভালো বেসরকারি প্রাইভেট জব খুঁজছেন তাদের জন্য সুখবর। ৭মার্চ প্রকাশিত হয়েছে কাজী ফার্ম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। 


কাজী ফার্ম গ্রুপ তাদের প্রতিষ্ঠানে প্রচুর লোক নিয়োগ করে থাকে। কাজী ফার্ম গ্রুপ ২০২২ এর ফেব্রুয়ারি মাসে একবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন। আবারো ৭ মার্চ ২০২২ সনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, কাজী ফার্ম গ্রুপটি। 


বাংলাদেশের তরুণ প্রজন্মের আশার আলো কাজী ফার্ম গ্রুপ। করোনা কালীন সময়ে তারা অনেক লোক নিয়োগ করেছেন। আবারো বিপুল সংখ্যক লোক নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি বলেছেন। এটি বেকারদের জন্য সেরা একটি সুযোগ।


 আপনি কাজী ফার্মে এপ্লাই করলে ইনশাআল্লাহ চাকরি পেয়ে যাবেন। তবে কাজী ফার্ম কিছু নিয়মাবলী দিয়েছেন। সেগুলি পূরণ করে আপনাকে কাজী ফার্ম নিয়োগ বিজ্ঞপ্তিতে এপ্লাই করতে হবে। আজকের লেখাটি সম্পূর্ণ পড়লে জানতে পারবেন। 


কাজী ফার্ম নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী নিয়মাবলী দিয়েছেন, কীভাবে আবেদন করতে হবে বিস্তারিত তথ্য। তো চলুন জেনে নেই 

ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি


সংক্ষেপে কাজী ফার্ম নিয়োগ বিজ্ঞপ্তি 


প্রতিষ্ঠানের নাম: কাজী ফার্ম গ্রুপ 
চাকরির ধরন: বেসরকারি 
প্রতিষ্ঠানের ধরন: কৃষিভিত্তিক
চাকরি দিবে: অনির্দিষ্ট
চাকরির স্থান: যেকোনো এলাকায় 


আবেদনের শেষ সময়, যোগ্যতা সম্পর্কে নিচে দেওয়া হলো। 



কাজী ফার্ম গ্রুপ সম্পর্কে বিস্তারিত 


কাজী ফার্ম গ্রুপ বাংলাদেশের একটি সেরা কৃষিভিত্তিক প্রতিষ্ঠান। তারা ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করে থাকে। সেই বাচ্চা গুলো তারা সারা বাংলাদেশে পৌছে দেন।


 তারা ব্রয়লার ও লেয়ার দুই প্রকার মুরগির বাচ্চাই ফুটিয়ে থাকেন। যারা গ্রামীণ অঞ্চলে বসবাস করে পোলট্রি ব্যবসার সাথে জড়িত। আমার মনে হয় না। কাজী বাচ্চার নাম শুনে নাই এম কেউ আছেন। তাছাড়া আমরা নিজেরাও লেয়ার কাজী বাচ্চা পালণ করে থাকি। 


তাছাড়া কাজী ফার্ম গ্রুপের মাছের হ্যাচারি রয়েছে। এক কথায় যদি বলতে চাই কাজী ফার্ম গ্রুপ কৃষি, সেক্টরে যত গুলো কাজ রয়েছে প্রায় সব গুলো বিষয়েই তারা কাজ করেন। এমনকি তারা আইসক্রিম পর্যন্ত তৈরি করে থাকে।


 প্রতিটি কাজ তারা সফলতার সাথে সম্পূর্ণ করেন। কাজী ফার্ম গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী জাহিদুল হাসান। তিনি বিভিন্ন পুরস্কারও পেয়েছেন। সো কাজী ফার্ম গ্রুপ একটি ব্যান্ডের প্রতিষ্ঠান। তাই চাকরির জন্য এপ্লাই করতে পারেন নিঃসেন্দহে। 


এখন আমাকে প্রশ্ন করতে পারেন। কেনো আমি কাজী ফার্ম গ্রুপ সম্পর্কে এত বললাম। দেখেন আপনি চাকরি করবেন একটি প্রতিষ্ঠান সম্পর্কে, না জেনেই কী আপনি কাজে যাবেন?



কাজী ফার্ম নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত 


পদ নাম: সহকারী সুপারভাইজার 


পদ সংখ্যা: 


পদ সংখ্যা একবারে নির্দিষ্ট নয়। বিপুল সংখ্যক লোক নিয়োগ দিবে তাই প্রতিষ্ঠানটি পদের সংখ্যা উল্লিখিত করেনি। 


শিক্ষাগত:


এই পদে চাকরির জন্য এপ্লাই করতে তার শিক্ষাগত  যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেই সাথে কাজী ফার্ম নিয়োগ বিজ্ঞপ্তির এই পদে আবেদন কারি প্রার্থীকে কম্পিউটার জানতে হবে। সেই সাথে এই কাজে 3 বছরের এক্সপেরিমেন্ট থাকতে হবে। তবে কম্পিউটারের ক্ষেত্রে প্রার্থীকে কোনো নির্দিষ্ট টুল জানতে হবে। তা নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়নি। 


বেতন স্কেল:

বেতন সম্পর্কে কাজী ফার্ম গ্রুপ তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে কিছু বলেনি। তবে তাদের নীতিমালার অনুসরণ করে প্রার্থীদের বেতন দেওয়া হবে। 


বয়স:

বয়স সম্পর্কে কাজী ফার্ম গ্রুপ নির্দিষ্ট করে দিয়েছেন। কাজী ফার্ম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন কারি প্রার্থীদের  বয়স 18 থেকে 35 বছর এর মধ্যে হতে হবে।



পদ নাম: শেড ওয়ার্কার

তাদের মুলত ফার্মসে কাজ করতে হবে। এটি কাজী ফার্ম গ্রুপ তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে কিছুটা ইঙ্গিত দিয়েছেন।


শিক্ষাগত যোগ্যতা: 


ফার্মস পদে যারা কাজ করার জন্য কাজী ফার্মনিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাই। সেই সমস্ত প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে চেয়েছেন অষ্টম শ্রেণী/জেএসসি পাশ। আপনি যদি 8 পাশ করে থাকেন। তাহলেও এই জব সার্কুলারে আবেদন করতে পারবেন। সবচেয়ে ভালো খবর হলো এখানে আপনাকে পূর্বের কোনো অভিজ্ঞতা দেখাতে হবে না।




পদ নাম: নিরাপত্তা গার্ড

আশা করি এটি আমাকে লেখতে হবে না নিরাপত্তা গার্ডের কী কাজ। এবং তারা কী করে থাকেন।


শিক্ষাগত: 

কাজী ফার্ম গ্রুপে যারা নিরাপত্তা প্রহরী হিসেবে আবেদন করতে চান। তারা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী/জেএসসি পাশ করলেই আবেদন করত পারবেন। বেতন সম্পর্কে আমি উপরেই বলছি নিয়োগ বিজ্ঞপ্তিতে কিছু বলেনি তাদের নীতিমালার অনুসরণ করে দিবে। নিরাপত্তা গার্ডের প্রার্থীদের জন্যও কোনো পূর্ব অভিজ্ঞতা চাইনি কাজী ফার্ম নিয়োগ বিজ্ঞপ্তিতে।



পদের নাম: কুক 

আপনি যদি ভালো রান্নাবান্না করতে পারেন। তাহলে আপনার জন্য সেরা পদ এটি। আপনি বাবুর্চি হিসেবে আবেদন করতে পারেন কাজী ফার্মে।


শিক্ষাগত যোগ্যতা:


আপনার যদি জিএসসি পরীক্ষার সার্টিফিকেট থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এই পদে। যদি তাও না থাকে তাহলে পিএসসির সার্টিফিকেট দিয়ে। বাবুর্চির চাকরি পেতে পারবেন। তবে বাবুর্চিদের 2 বছরের অভিজ্ঞতা আবশ্যক।


পদ নাম: লন্ড্রী ম্যান বা ধোয়ার লোক

এ সম্পর্কেও আশা করি বলার প্রয়োজন নেই।


শিক্ষাগত যোগ্যতা: 

জিএসসি আর পূর্বের অভিজ্ঞতার কোনো দরকার নেই। তবে অভিজ্ঞতা থাকলে ভালো। 



পদ নাম: ট্রাক্টর ড্রাইভার

এটাও আশা করি জানেন


শিক্ষাগত যোগ্যতা:

উপরের পদের টাই। তবে ট্রাক্টর ড্রাইভার হিসেবে আবেদন করতে চাইলে। আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সেই সাথে পূর্বের দুই বছরের এক্সপেরিমেন্ট আবশ্যক।


পদ নাম: হেল্পার

আশা করি এই বিষয়টাও অনেকে জানেন!


শিক্ষাগত যোগ্যতা:

উপরের পদের শিক্ষাগত যোগ্যতাই তবে হেল্পারদের পূর্বের কোনো এক্সপেরিমেন্ট আবশ্যক নয়।



পদ নাম: টেকনিশিয়ান/ জুনিয়র টেকনিশিয়ান

এখানে দুইটি পদে দুইটি পদে একই শিক্ষাগত যোগ্যতা লাগবে।


শিক্ষাগত যোগ্যতা:

 টেকনিশিয়ান পদে এপ্লাই করতে চাইলে প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাশ থাকতে হবে।যে কোনো ভোকেশনাল অথবা মেকানিক্যাল হতে হবে। আর টেকনিশিয়ান হিসেবে এপ্লাই করার জন পূর্বের এক্সপেরিমেন্ট 5 বছর পোলট্রি সেক্টরে থাকতে হবে।

তবে জুনিয়র টেকনিশিয়ানদের পূর্ব অভিজ্ঞতা লাগবে না।



পদ নাম: মেশিন অপারেটর 

শিক্ষাগত যোগ্যতা:

মেশিন অপারেটর হিসেবে কাজী ফার্মে চাকরি করতে চাইলে। প্রার্থীকে এইচএসসি পাশ থাকতে হবে। তাদের পূর্ব অভিজ্ঞতা দরকার নেই। তাদের কোনো অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবে।


পদ নাম: RAC

শিক্ষাগত যোগ্যতা: 

অষ্টম শ্রেণী পাশ তবে তাকে অবশ্যই কোনো ওয়ার্কশপে কাজের 3 বছরের এক্সপেরিমেন্ট লাগবে। সেই সাথে তাকে অবশ্যই আর এ সি ট্রেনিং প্রাপ্ত হতে হবে।


পদ নাম: ফিশ হ্যাচারি সুপারভাইজার 


শিক্ষাগত যোগ্যতা:

এই পদে কাজী ফার্ম গ্রুপে চাকরির আবেদন করতে চাইলে। প্রার্থীকে অবশ্যই এসএসসি পাশ অথবা এইচএসসি পাশ করা লাগবে। এই পদে আবেদন করতে হবে অবশ্যই এই বিষয়ে 3 বছরের এক্সপেরিমেন্ট থাকা আবশ্যক।




কাজী ফার্ম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন পদ্ধতি ও শেষ সময় 


কাজী ফার্মে চাকরি জন্য আবেদন করতে হবে ইমেইলে আপনাকে আপনার ইনফর্মেশন প্রেরণ করতে হবে।

আপনারা যে যে অঞ্চলে বাস করছেন অবশ্যই সেই সেই কার্যালয়ে আবেদন করবেন। বিস্তারিত দেখে নিন মুল নিয়োগ বিজ্ঞপ্তিতে।



কাজী ফার্ম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ সময়


সকল পদের জন্য আবেদনের লাস্ট ডেট 18/03/2022 


আবেদন করতে কী কী লাগবে

১. এন আইডি

২. দুইটি রঙিন ফটো

৩. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও আপনার সকল ইনফরমেশন


 সিভি পাঠানোর ইমেইল:

recruitment@kazifarms.com


শেষ কথা: 

সব গুলো পদের বয়স একই তাই এই বিষয়টি স্কিপ করেছি। আর বেতন দেওয়া হবে আপনাদের সাথে আলোচনা করে। লেখাটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। 



 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url