সকল চাকরি কীভাবে দ্রুত পাবেন। খুব সহজে চাকরি পাওয়ার সহজ উপায়

সকল চাকরি কীভাবে দ্রুত পাবেন। খুব সহজে চাকরি পাওয়ার সহজ উপায়

 আসসালামু আলাইকুম প্রতেক ব্যাক্তি লেখাপড়া সম্পূর্ণ করেন। সঠিক লক্ষ্য বা আশা নিয়ে। আমরাও হয়তো কোনো না কোনো উদ্দেশ্যে নিয়ে লেখাপড়া করেছি।

Sell

 আমাদের লক্ষ্য যেটিই থাকুক না কেনো প্রায় প্রতেক ব্যাক্তি স্বপ্ন থাকে। লেখাপড়া সম্পূর্ণ করে একটি রিক্স ফ্রী সরকারি চাকরি করার জন্য। কিন্তু  কজনই বা পায় এমন রিক্সি ফ্রী সরকারি চাকরি। প্রায় ৭০% লোকই এমন চাকরি পেতে ব্যর্থ হন। 


তারা চাকরি পেলেও মন মত নয়। আজকে আপনাদের কিছু সহজে চাকরি পাওয়ার উপায় সম্পর্কে বলবো। যারা প্রশ্ন করেন কীভাবে সহজে চাকরি পাওয়া যায় তাদের জন্যই লিখেছি এটি। 



 সুন্দর সিভি তৈরি করা

আমাদের সিভি তৈরির প্রতি বেশি ফোকাস করতে হবে। যেহেতু একটি সিভি একজন চাকরি প্রার্থী সম্পর্কে বলে দেয়। তাই সিভিটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখুন। আপনি যে কাজ পারেন সেই কাজ গুলো উল্লেখ করবেন সিভিতে। 


আর সিভিতে কখনো এমন কোনো ইমেইল ব্যবহার করবেন না। যেনো দেখে আনপ্রফেশনাল দেখায়। সবসময় আপনার রিয়েল নাম ব্যবহার করে ইমেইল দিবেন। এছাড়াও  সিভিতে এমন কোনো স্কিল দেখাবেন না। যেটি আপনি হয়তো জানেনও না। 


এমন ভাবে সিভি তৈরি করে চাকরি পেলেও বেশি দুর টিকতে পারবেন না। তাই সিভি আপনি যত ভালো করে বানাতে পারেন ততই আপনার জন্য ভালো। এমন ভাবে সিভি তৈরি করবেন। যেনো আপনার কম্পিটিটরকে পিছনে ফেলতে পারেন। তাহলেই জয় ইনশাআল্লাহ হবে। 


  স্কিল ডেভেলপ করা

প্রতি বছর অসংখ্য ছাত্র ছাত্রী লেখাপড়া কম্পিলিট করে। চাকরির বাজারে আসেন যার ফলে চাকরির বাজারে কম্পিটিশন এখন হাই। তেমন ভালো চাকরি পাওয়া যায় না বললেই চলে। 


এমন চাকরির বাজারে জয় হতে চাইলে। স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই। যে সেক্টরে আপনি কাজ করতে চান সেই সম্পর্কে আপনার স্কিল তৈরি করুন। যেনো আপনার কম্পিটিটরের চেয়ে আপনার স্কিল বেশি থাকে। আপনার স্কিল যখনই কম্পিটিটরের চেয়ে বেশি হবে। তখনই আপনি ভালো চাকরি পাবেন। 


একটি উদাহরণ দেখে নেওয়া যাক।


ধরা যাক রহিম করিম ওয়েবসাইট ডেভলপমেন্ট সেক্টরে চাকরি করবে। তারা দুজনেই কমবেশি ওয়েবসাইট তৈরিতে কী লাগে শিখে নিয়েছে।


যেমন রহিম শিখেছেন

HTML,CSS 


অন্য দিকে

করিম শিখেছেন

HTML, CSS, JAVASCRIPT, AND WORDPRESS 


এখন দুজনেই চাকরি করার জন্য প্রস্তুত। তারা একই আইটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করলেন। বলেন তো চাকরি কাকে আগে নিবে? 


নিশ্চয়ই করিমকে সো আপনাকে স্কিল তৈরি করতে হবে। যে সেক্টরেই  চাকরি করতে যান না কেনো। আপনার যত স্কিল থাকবে তত দ্রুত ভালো চাকরি পাবেন। 



কেননা আমাকে আপনাকে দেখে জব দিবেন না। তারা আমাকে নিবে কাজ করাতে। আমি যদি কাজই না যানি তাহলে কেনো নিবে আমাকে।




আঞ্চলিকতা পরিহার করা 


ভালো একটি চাকরি করতে চাইলে অবশ্যই আঞ্চলিকতা পরিহার করতে হবে। আমরা বাংলাতে কথা বললেও একেক অঞ্চলে একেক ভাবে বলি। কেউ কথা বলে অধিক টেনে আবার কেউ কম। এই সব দুর করে। শুদ্ধ বাংলা শিখতে হবে তবেই চাকরি পাওয়ার চান্স বেশি থাকে। 



শেষ কথা: 

জানিনা কতটুকু উপকৃত করতে পেরেছি আপনাকে। তবে সহজে চাকরি পাওয়ার উপায় গুলো সম্পর্কে কিছুটা বলতে পেরেছি। কীভাবে সহজে চাকরি পাওয়া যায় এ নিয়ে আরো বিস্তারিত লেখা চাইলে। জানাবেন কমেন্টে।  


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url