পোস্ট অফিস হাই স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ॥ Post Office High School Job Cercular

পোস্ট অফিস হাই স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,Post Office High School Job Cercular


  

আসসালামু আলাইকুম আজকের জব সার্কুলারে Nur Edu ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এই জবটি হাই স্কুলের।ঢাকার ভিতর যারা জব সার্কুলার খোঁজেন। তাদের জন্য এই জব সার্কুলারটি উপকারে আসবে বলে মনে করি। 


ঢাকা মতিঝিলে অবস্থিত পোস্ট অফিস হাই স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে। এটি বাংলাদেশের এমপিও শিক্ষা বোর্ডের আওতাধীন একটি হাই স্কুল। তবে এটি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। পোস্ট অফিস হাই স্কুলটি এমপিও ভুক্ত একটি প্রতিষ্ঠান। তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দশ মার্চ। 


বিজ্ঞপ্তিটির সাথে তারা কিছু শর্তাবলি দিয়েছে সেই অনুযায়ী। স্কুলটি জনবল নিয়োগ দিবে। যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি খুঁজছেন তারা এই লেখাটি সম্পূর্ণ পড়ুন। এই লেখাতে কীভাবে আবেদন করবেন, আবেদনের সম্পূর্ণ প্রসেস দেখানো হয়েছে। 


আরো পড়ুন 

দায়রা জজ নিয়োগ বিজ্ঞপ্তি 


সংক্ষেপে পোস্ট অফিস হাই স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি 


চাকরি দিবে: শিক্ষা প্রতিষ্ঠান 
ধরন: এমপিও ভুক্ত 
স্থান: ঢাকা মতিঝিল 
আবেদনের শর্তাবলি ও শেষ সময় নিচে দেওয়া হলো।



পোস্ট অফিস হাই স্কুল সম্পর্কে সংক্ষেপে 


ঢাকা মতিঝিলের মধ্যে সেরা একটি প্রতিষ্ঠান পোস্ট অফিস হাই স্কুল। হাই স্কুলটি বাংলাদেশের অনন্য শিক্ষা প্রতিষ্ঠানের মতোই। কোমলমতিদের মাঝে বিলিয়ে দিচ্ছে তার জ্ঞানের আলো। 


করোনার সময়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতি নেই বললেই চলে। তবে সে আন্দাজে মতিঝিল পোস্ট অফিস হাই এর পারফর্মেন্স ভালো। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান কয়েক ভাগে ভাগ করা। যেমনঃ মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, ভোকেশনাল ইত্যাদি। 


অনন্য শিক্ষা বিভাগের মতো পোস্ট অফিস হাই স্কুল। এমপিও  ভুক্ত একটি প্রতিষ্ঠান। এই হাই স্কুল থেকে প্রতি বছর অসংখ্য ছেলে মেয়ে দক্ষ হয়ে সুনামের সাথে বাহির হয়। এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে ছাত্র ছাত্রীদের পাশের হারও ভালো।


 আপনার যদি উক্ত স্কুলে চাকরি করার ইচ্ছে থাকে। তাহলে আপনি আবেদন করতে পারবেন তাদের নিয়ম অনুযায়ী। তো চলুন দেখে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য।



পোস্ট অফিস হাই স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি শিরোনাম 


 এমপিও নিয়ম দুইহাজার একুশ অনুযায়ী বেসরকারি বিদ্যালয় পোস্ট অফিস হাই স্কুলে নিম্নলিখিত পদে বিজ্ঞপ্তি অনুসরণ করে। লোক নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া পদে যোগ্যতা সম্পূর্ণ লোকদের আবেদন করার অনুরোধ করছি।



পদ নাম: কম্পিউটার অপারেটর 

সংখ্যা: 

কম্পিউটার অপারেটর পদে পোস্ট অফিস হাই স্কুল একজন ব্যাক্তিকে নিয়োগ দিবে। আপনার যোগ্যতা যদি তাদের চাওয়ার সাথে মিলে যায়। তাহলে আপনিও আবেদন করতে পারবেন এই পদে।



শিক্ষাগত যোগ্যতা:

এই পদে চাকরির জন্য পোস্ট অফিস হাই স্কুলে আবেদন করতে। আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কম্পিউটারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অথবা সমমান হলেও । 


আপনি আবেদন করতে পারবেন তবে। আপনার শিক্ষা জীবনে তারা একটির বেশি 3য় বিভাগ মেনে নিবে না। তাই আপনার শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ হলে আপনি চাকরিটি পাবেন না।



বয়সঃ

প্রতিটি জব সার্কুলারে বয়স একটা ফেক্টর থাকে এটিতেও আছে। এই পদে আবেদন করতে চাইলে আপনার বয়স সর্বোচ্চ 35 বছর হতে হবে। এর চেয়ে অধিক বয়সের মানুষেরা। আবেদন করতে পারবেন না। 


পদের নাম: আয়া


সংখ্যা: এক

এই পদে একজন লোক নিয়োগ পাবে ঐ স্কুলটিতে।


শিক্ষাগত যোগ্যতা: জিএসসি পাশ


আয়া পদে কাজ করতে চাইলে কেবল মাত্র জিএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন। তবে সমমান পাশ কারি প্রার্থীগন ও আবেদন করতে পারবেন এই পদে। আপনি যদি আয়া পদে আবেদন করতে চান তাহলে এখনি আবেদন করে ফেলুন।


বয়স: ঐ


পোস্ট অফিস হাই স্কুল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ সময় 


এই স্কুলটিতে যদি আপনি জবের জন্য এপ্লাই করতে চান তাহলে 31/03/2022 এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে। উক্ত তারিখের ভিতর আবেদন না করতে পারলে আপনার আবেদনটি বাতিল করা হবে।



আবেদনের পদ্ধতি 


অবশ্যই অফলাইনে নিজের হাতে লেখে আবেদন করতে হবে। আবেদন করতে হবে প্রধান শিক্ষকের কাছে। আবেদন করার সময় আবেদন পত্রের সাথে আপনার ছবি ও যে সকল। কাগজপত্র প্রয়োজন পড়ে একটি জবে এপ্লাই করতে।


 সেই সমস্ত কাজ সংযোগ করে আবেদন করবেন। সেই সাথে কম্পিউটার অপারেটরের জন্য পাঁচশত টাকা আর আয়া পদে তিনশত টাকা। স্কুলের ঠিকানায় ব্যাংক ড্রাফট করতে হবে। এটি না করলে আবেদন বাতিল করে দিবে। 



আবেদনের ঠিকানা 

নিচে দেওয়া ঠিকানায় আপনারা দরখাস্ত লিখবেন। আর হ্যা অবশ্যই কাগজপত্র সংযোক্ত করে দিবেন। 


(পোস্ট অফিস হাই স্কুল 

মতিঝিল, ঢাকা, বাংলাদেশ )


শেষ কথা:

আবেদন পত্রটি খুব ভালোভাবে লিখবেন। যেনো বেশি কাঁটা ছেঁড়া না হয়। যেহেতু হাতে লিখতে হবে তাই ধীরে সুস্থে লিখুন। আবেদন পত্রটি কম্পিউটার দিয়ে লিখবেন না। লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। যেনো তারাও উপকৃত হয়। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url